হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রী কর্তৃক স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রী কর্তৃক স্বামীকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর রাতে কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনা পর পরই স্ত্রী মাহমুদা খাতুন পালিয়েছে।

আহত স্বামী ফারুক হোসেন (৫০) রঘুনাথপুর গ্রামের মৃত ময়জদ্দীনের পুত্র।

স্থানীয়রা জানান, কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো দা দিয়ে স্ত্রী মাহমুদা তার স্বামী ফারুক হোসেনকে এলোপাতাড়ী কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশংকা জনক।

তবে, আহত ফারুকের শ্বাশুড়ী জাহানারা খাতুন বলেন, তার মেয়ের মাথায় সমস্যায় রয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো দা উদ্ধার করেছে। তবে, কি কারনে তার স্ত্রী তাকে ঘরের মধ্যে কুপিয়েছে সেটা জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ফারুক হোসেনের শ্বাশুড়ি জাহানারা খাতুনকে থানায় আনা হয়েছে। স্ত্রী মাহমুদা খাতুন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তরের চেষ্টা চলছে বলে তিনি আরো জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন