বিনোদন ডেস্ক:
গোটা বিশ্বে আলোচনার ঝড় তুলেছে ‘বার্বি’ সিনেমা। আর ‘নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে’ এমন অভিযোগ করে এবার ‘বার্বি’ সিনেমাটি নিষিদ্ধ করেছে উত্তর আফ্রিকার মুসলিম প্রধান দেশ আলজেরিয়াতে। খবর বিবিসির।
দেশটির সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে সিনেমা হল মালিকদের বলা হয়েছে, এই ব্লকবাস্টার সিনেমাটি নামিয়ে ফেলতে।
পরিচালক গ্রেটা গারউইগ জানান, ‘বার্বি’ বিশ্বের বেশ কিছু দেশের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আবার কিছু দেশে সেন্সরে কাচি চালিয়ে কিছু দৃশ্য ফেলে দিয়ে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। তবে সৌদি আরবসহ বিভিন্ন রক্ষণশীল আরব দেশে আলোচিত ‘বার্বি’ সিনেমাটির প্রদর্শন চলছে।
বিবিসির রিপোর্ট অনুযায়ী, ইতোমধ্যে ‘বার্বি’ সিনেমাটির এক বিলিয়ন ডলারের টিকিট বিক্রি হয়েছে।
এর আগে সমকামীর অভিযোগ এনে কুয়েতে নিষিদ্ধ ঘোষণা ও একই অভিযোগে লেবাননেও সিনেমাটি বন্ধ করা হয়েছে।
জনপ্রিয় পুতুল চরিত্র ‘বার্বি’ নিয়ে নির্মিত সিনেমাটি গত ২১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পায়। আইএমডিবিতে ‘বার্বি’র রেটিং ৭.৪। সিনেমার মূল দুই চরিত্রের মধ্যে ‘বার্বি’র ভূমিকায় মার্গো রবি ও ‘কেন’ চরিত্রে রায়ান গসলিংকে দেখা গেছে।