হোম এক্সক্লুসিভ সরকারি চাকরির আবেদনের বয়স ৩৫ বছর পর্যন্ত বৃদ্ধি করার দাবিতে সার্টিফিকেট ছিড়ে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :

সরকারি চাকরির আবেদনের বয়স ৩০ থেকে বৃদ্ধি করে ৩৫ বছর ও বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার-২০১৮ (৩২পাতা) বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় সার্টিফিকেট ছিড়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। জেলা ৩৫ বাস্তবায়ন কমিটির আয়োজনে বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সংগঠনটির জেলা সভাপতি ইকরামুল কবিরেরে সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ৩৫ বাস্তবায়ন কমিটি বিভাগীয় সভাপতি আবুল খায়ের, জেলা কমিটির সাধারণ সম্পাদক অমিতাভ কুমার রায়, সদস্য কামাল হোসেন প্রমুখ।

বক্তারা এ সময় সরকারি চাকরির আবেদনের বয়স ৩০ থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করার জোর দাবী জানান। একই সাথে তারা বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার-২০১৮ (৩২ পাতা) বাস্তবায়নেরও দাবী জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন