স্পোর্টস ডেস্ক:
কাতার বিশ্বকাপের পরে আর্জেন্টিনার প্রতি নজর রয়েছে পুরো ফুটবল বিশ্বের। সে তালিকা থেকে বাদ পড়েননি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সম্প্রতি বাংলাদেশি ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিবর্তে আর্জেন্টিনার ক্লাবে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
যদিও এখন পর্যন্ত চুক্তির বিষয়ে মুখ খুলেননি জামাল ভূঁইয়া। তবে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, বাংলাদেশের থেকে আর্জেন্টিনার কোনো ক্লাবে খেলার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তিনি। গুঞ্জন রয়েছে, আগামী মৌসুমে আর্জেন্টাইন ক্লাব সোল দে মাইয়োতে যাচ্ছেন তিনি।
জামাল ভূঁইয়া বলেছেন, ‘আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে। তাছাড়া ওরা আমাকে বেশি অর্থের প্রস্তাব দিচ্ছে। তাতে চেষ্টা করছি আর্জেন্টিনার ক্লাবে যোগ দিতে। ওখানে খেলতে পারা সৌভাগ্যের ব্যাপার। ওরা ফুটবলকে অনেক উপভোগ করে। সুতরাং সবমিলিয়ে আমার কাছে ওদের ক্লাব এগিয়ে রয়েছে।’
এর আগে ফেব্রুয়ারিতে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ক্লাবটির এক অফিসিয়ালের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, সোল দে মাইয়োতে যোগ দিতে যাচ্ছেন জামাল। তখন থেকেই এই মিডফিল্ডারের মেসির দেশে খেলতে যাওয়া নিয়ে আলোচনা ডালপালা মেলে। এবার সে বিষয়েই মুখ খুললেন তিনি।