হোম জাতীয় বিএনপির চার দিনের কর্মসূচি ঘোষণা

জাতীয় ডেস্ক:

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ১৬ আগস্ট মহানগর, জেলা ও উপজেলায় মিলাদ মাহফিল করবে। আর ১৭ আগস্ট খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে লিফলেট বিতরণ করবে দলটি। এক দফা আদায়ে ১৮ আগস্ট সব মহানগরে গণমিছিল এবং ১৯ আগস্ট পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চার দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিএনপির এ নেতা বলেন, নির্বাচন কমিশন আবারও এক তরফা নির্বাচনের পায়তারা করছে। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ২০১৮ সালের মতো ভোট করার পরিকল্পনা চলছে।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ইসির কোনো তফাৎ নেই। প্রধানমন্ত্রী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করে। সরকার বিরোধীদলকে স্বাধীনভাবে কোনো কর্মসূচি পালন করতে দেয় না। এমনকি মানুষের জানাজা পড়ার অধিকারও কেড়ে নিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন