জাতীয় ডেস্ক:
রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়ে কোনো ভূমিকা রাখবে না নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী ইসি তা করতে পারে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।
সোমবার (১৪ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বললেন, সংবিধানের বাইরে ইসির কিছু করার এখতিয়ার নেই।
নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে মো. আলমগীর বলেন, কী ধরনের সরকার থাকবে সেটা রাজনৈতিক বিষয়। এ বিষয়ে ইসির কথা বলার সুযোগ নেই। জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতা বেড়েছে। এর কোনো প্রভাব কমিশনে নেই। এসবের সঙ্গে নির্বাচন কমিশনের কাজের কোনো সম্পর্ক নেই।