হোম খেলাধুলা ঢাকায় ক্রিকেট অ্যাকাডেমি খুলতে যাচ্ছেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশে ক্রিকেট অ্যাকাডেমি খুলতে যাচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সিঙ্গাপুরের কোম্পানি ক্রিককিংডম গ্লোবাল লিডিটেডের উদ্যোগে ঢাকাতে হবে ইন্টারন্যাশনাল স্কুল ‘ক্রিককিংডম ক্রিকেট একাডেমি বাই রোহিত শর্মা’।

ক্রিককিংডম গত ৩ আগস্ট নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।

ক্রিককিংডম’ নামে রোহিত শর্মার ক্রিকেট অ্যাকাডেমি ভারতের একাধিক জায়গায় রয়েছে। সিঙ্গাপুর এবং জাপানেও রোহিতের এই অ্যাকাডেমি রয়েছে। কিছু দিন আগে যুক্তরাষ্ট্রেও এই অ্যাকাডেমি চালু করে এসেছেন রোহিত।

এবার ভারত অধিনায়ক অ্যাকাডেমি খুলতে আসবেন বাংলাদেশে। স্বল্প সময়ের মধ্যেই ঢাকায় আসার কথা রোহিতের। অ্যাকাডেমিটি হবে ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’র অধীনে। সেখানে এসে বিভিন্ন ট্রেনিং সেশনে অংশ নেবেন তিনি।

৩৬ বছর বয়সী রোহিত অবসরের পর ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকতে চান। ক্রিকেট অ্যাকাডেমি গড়া তার অনেক দিনের স্বপ্ন। যেটা এখন ধীরে ধীরে পূরণ হচ্ছে।

রোহিত বলেন, ‘আমার একটি স্বপ্ন ছিল, অ্যাকাডেমি গড়ার। সেই স্বপ্ন পূরণ হচ্ছে ধীরে ধীরে। আশা করি, অনেক জনপ্রিয় কোচ, খেলোয়াড়রা আমাকে সহায়তা করবেন।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন