হোম খেলাধুলা অবসর ভেঙে বিশ্বকাপে ফিরতে স্টোকসকে অনুরোধ করবে বাটলার

স্পোর্টস ডেস্ক:

অবসর ভেঙে ফিরতে পারেন বেন স্টোকস। ওয়ানডে বিশ্বকাপে এই অলরাউন্ডারকে পেতে মরিয়া ইংল্যান্ড ক্রিকেট দল। বিশ্ব আসর সামনে রেখে অবসর ভেঙে ফিরতে তাকে অনুরোধ করতে যাচ্ছেন অধিনায়ক জস বাটলার। সবকিছু পরিকল্পনা মাফিক হলে, ২০১৯ বিশ্বকাপ ফাইনালের নায়ককে রেখেই মঙ্গলবার (১৫ আগস্ট) ২০২৩ বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করবে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ওয়ানডে বিশ্বকাপের সময় ঘনিয়ে আসায় সেরা কম্বিনেশন নিয়ে বেশিই মাথা ঘামাচ্ছে প্রতিটি দল। কারেন্ট স্কোয়াড নিয়ে কাটাছেঁড়া তো চলছেই, খেলার বাইরে থাকা তারকা ক্রিকেটারদের ফেরাতেও উঠেপড়ে লেগেছে দলগুলো। ভারত দলে ফিরেছেন জসপ্রিত বুমরাহ। লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়াররাও ফেরার অপেক্ষায়। বোলিং আক্রমণের ধার বাড়াতে কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করা এবং ১ বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা পেসার ট্রেন্ট বোল্টকে ফিরিয়েছে নিউজিল্যান্ড। আর ইংল্যান্ড তো আরও এক ধাপ এগিয়ে। অবসরে থাকা বেন স্টোকসকে ফেরাতে উঠে পড়ে লেগেছে থ্রি লায়নরা।

গত বছর জুলাইয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন স্টোকস। মাত্র ৩১ বছর বয়সে এমন ইনফর্ম ও ফিট প্লেয়ারের এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে ক্রিকেট দুনিয়া। আরও এক বিশ্ব আসরের আগে ২০১৯ ওডিআই বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ফাইনাল সেরা ক্রিকেটারকে মিস করছে ইংলিশরা। তাকে অবসর প্রত্যাহারের অনুরোধ জানাতে যাচ্ছে ইসিবি। এই মুহূর্তে তাদের ওয়ার্ল্ডকাপ পরিকল্পনার বড় অংশ জুড়ে আছেন স্টোকস।

সেটা হবেই না বা কেন! ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কিংবা নেতৃত্বগুণ সব মানদণ্ডেই যে ফার্স্ট ক্লাস বেন। অধিনায়কত্ব নিয়ে বদলে দিয়েছেন টেস্ট দলের চেহারা। বাজবল থিওরির দারুণ অ্যাপ্লিকেশনে টেস্ট ফরম্যাটে নতুন এক ব্র্যান্ড দাঁড় করিয়েছে তার নেতৃত্বাধীন দল। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন স্টোকস। হাঁটুর ইনজুরি থাকা সত্ত্বেও এবারের অ্যাশেজে লিডস টেস্টে ১৫৫ রানের নায়কোচিত এক ইনিংস খেলেছেন।

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে এমন আগ্রাসী মনোভাবের অলরাউন্ডার দলের জন্য হতে পারেন এক্স ফ্যাক্টর। অধিনায়ক জস বাটলারকে দিয়ে তাকে রিটায়ারমেন্ট ভেঙে ফিরতে রাজি করানোর চেষ্টা করছে ইসিবি।

সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের হেড কোচ ম্যাথু মট এ বিষয়ে বলেন, ‘সম্ভবত জস (বাটলার) এ ব্যাপারে যোগাযোগ করবে। দেখা যাক, সে (স্টোকস) এ আগ্রহী হয় কিনা।’

স্টোকসের সঙ্গে আলোচনা করেই মঙ্গলবার (আগস্ট) বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবে ইংল্যান্ড।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন