হোম খেলাধুলা ছয় মাসের জন্য ছিটকে গেলেন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক:

লা লিগার নতুন মৌসুম শুরুর ঠিক আগে ভয়ঙ্কর এসিএল ইনজুরিতে ছিটকে গেছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। লিগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে বিপদ আরও বেড়েছে লস ব্লাঙ্কোদের। একই ইনজুরির শিকার এবার রিয়ালের ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক এডার মিলিতাও। মারাত্মক এই ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য দল থেকে ছিটকে যাওয়ার পথে মিলিতাও।

শনিবার (১২ আগস্ট) লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিক বিলবাওয়ের। প্রথমার্ধে রদ্রিগো গোয়েস ও জুড বেলিংহামের গোলে এগিয়ে যাওয়ার পর এই দুই গোলের লিড ধরে রেখেই জয় তুলে নেয় রিয়াল। ফলে জয় দিয়েই নতুন মৌসুম শুরু করল কার্লো আনচেলত্তির দল।

জয় পেলেও অবশ্য স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি লা লিগার রেকর্ড চ্যাম্পিয়নরা। এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে আঘাত পেয়ে মাঠ ছাড়েন সেন্টারব্যাক এডার মিলিতাও। এ সময় পড়ে যাওয়ার পর শুশ্রূষা নিয়ে ফের খেলার চেষ্টা করলেও ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না তিনি। পরে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের কাঁধে হাত রেখে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। এ সময়েই আঁচ করা যাচ্ছিল মিলিতাওয়ের ইনজুরিরই ভয়াবহতা।

পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে, একটা বড় সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান সেন্টারব্যাক। ইন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) ইনজুরিতে পড়েছেন মিলিতাও।

মিলিতাওয়ের ইনজুরির বিষয়ে রিয়াল মাদ্রিদ বিবৃতি দিয়েছে। তারা লিখেছে, ‘আমাদের খেলোয়াড় এডার মিলিতাওয়ের পরীক্ষানিরীক্ষা শেষে জানা গেছে, তার৫ বা বায়ের হাঁটুর ইন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাকে অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে।’

জানা গেছে, এই ইনজুরির কারণে ছয় মাসেরও বেশি সময় মিলিতাওকে মাঠের বাইরে কাটাতে হবে। তার ইনজুরি রিয়াল কোচ আনচেলত্তিকে বড় ধরনের বিপদে ফেলে দিলো। দলের প্রধান গোলরক্ষকের পর প্রথম পছন্দের সেন্টারব্যাকদেরও একজনকে হারাল তার দল।

তাই বাধ্য হয়ে এখন রিয়ালকে দলবদলের বাজারে ডিফেন্ডারের খুঁজতে নামতে হচ্ছে। এই মুহূর্তে রিয়ালের হাতে মাত্র তিনজন সেন্টারব্যাক অবশিষ্ট থাকল। ডেভিড আলাবা, অ্যান্টনিও রুডিগার ও নাচো ফার্নাদেজের মধ্যে আর কেউ ইনজুরিতে পড়লে একাদশ সাজানোই কষ্টকর হয়ে যাবে রিয়ালের কোচের জন্য।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন