স্পোর্টস ডেস্ক:
নিজেদের মাটিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে রেকর্ড করেছে অস্ট্রেলিয়া নারী ফুটবল দল। ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে পা রেখেছে তারা। শনিবার (১২ আগস্ট) মূল ম্যাচে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৭-৬ গোলে জেতে তারা।
ফিফা বিশ্বকাপের প্রথম আসরে অস্ট্রেলিয়া অংশগ্রহণ করেনি। এর পর প্রতিটি আসরেই তারা খেলেছে। এর মধ্যে তিনবার উঠেছিল কোয়ার্টার ফাইনালে। এবারই প্রথম শেষ চারে জায়গা করে নিলো দলটি।
সানকর্প স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে অজিদের হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে কেউই গোলের মুখ দেখেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শেষেও ম্যাচের মীমাংসা হয়নি। যে কারণে দুদলের মধ্যে টাইব্রেকার অনুষ্ঠিত হয়।
টাইব্রেকারের প্রথম শটই মিস করে ফ্রান্স, অজিরা যায় এগিয়ে। কিন্তু পরেরবার সমতায় ফেরে ইউরোপের দেশটি। দুদলের চারটি করে শট শেষে ম্যাচে ৩-৩ গোলে সমতায় ছিল। এরপর ফান্স ও অস্ট্রেলিয়া দুদলই একটি করে শট মিস করে।
পরের তিন শটে ফ্রান্স ও অস্ট্রেলিয়া দুদলই গোল পায়। নবম শটে দুদলই আবার মিস করে। দশম শট নিতে বল জালে ঢোকাতে পারেনি ফ্রান্স। কিন্তু অস্ট্রেলিয়া ঠিকই সফল হয়। ফলে সেমিফাইনাল নিশ্চিত হয় তাদের।