হোম ফিচার নির্বাচন বানচালের পাঁয়তারা করছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের

রাজনীতি ডেস্ক:

নির্বাচন সামনে রেখে রাজপথে সক্রিয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করছে দলটি। সেখানে যোগ দিয়েছে ১৪ দলের সদস্যরাও। আন্দোলনের নামে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর উত্তরায় রাজলক্ষী কমপ্লেক্সে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ১৪ দল। এসময় আন্দোলনের নামে বিএনপি নাশকতা করলে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার দেন নেতারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

আওয়ামী লীগ বলছে, নির্বাচন বানচালের পাঁয়তারা করছে বিএনপি। আন্দোলনের নামে তারা জ্বালাও-পোড়াও করছে। কর্মসূচির নামে ধ্বংসাত্মক যেকোনো কার্যক্রম প্রতিহত করারও হুঁশিয়ারি দেন ক্ষমতাসীনরা।

রাজধানীতে শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অগ্নি সন্ত্রাসীরা নির্বাচন বানচালের চেষ্টায় আবারও ষড়যন্ত্রে একত্রিত হচ্ছে।

তিনি বলেন, অগ্নি সন্ত্রাসীরা আবারও একত্রিত হচ্ছে। বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে ফেলেছে। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

এ ছাড়া জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন বর্জন করলে খাদের কিনারায় পৌঁছে যাবে বিএনপি।’ বিদেশিদের কাছে ধরনা দিয়ে দলটি ব্যর্থ হয়েছে বলেও দাবি তার।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি গত কয়েকবছর ধরে বিদেশিদের কাছে গিয়ে অনেক অনুনয়-বিনয় করেছে। শেষে তারা দেখতে পেলো, তাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিদেশিরা কোনো সমর্থন জানালো না এবং তারা যা চেয়েছিল তার কিছুই হচ্ছে না। এখন তারা ভিন্ন সুরে কথা বলা শুরু করেছে। এখন তারা বলছে, ভারত কি বললো তাতে কিছু আসে-যায় না, যুক্তরাষ্ট্র বা ইইউ কি বললো তাতেও কিছু যায়-আসে না।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন