বিনোদন ডেস্ক:
সিংহাম সিরিজের তৃতীয় ছবি ‘সিংহাম এগেইন’। এ সিনেমায় এবার অজয় দেবগনের বোনের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
শোনা যাচ্ছে, রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ নিয়ে বেশ উচ্ছ্বসিত দীপিকা। এ ছাড়া অভিনেত্রী সিনেমায় নারী পুলিশের ভূমিকায় অভিনয় করবেন।
এনডিভিটির এক প্রতিবেদন অনুয়ায়ী, ইতোমধ্যে সিনেমার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন দীপিকা। আরও জানা যায়, আগামী অক্টোবর মাস থেকে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে বড় পর্দায় প্রকাশিত হওয়ার কথা আছে সিনেমাটি।
এদিকে রোহিত শেঠি আশা করছেন, আগের মতোই সিংহাম সিরিজের এবারের সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শকদের ভালোবাসায় সাফল্য অর্জন করবে।
এর আগে ২০১১ সালে মুক্তি পায় ‘সিংহাম’। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে আসে ‘সিংহাম টু’। তার পর থেকেই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। এবার ভক্তদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।