হোম খেলাধুলা ২০ বলের মধ্যে ১৯টিই ডট দিলেন অস্ট্রেলিয়ান পেসার

স্পোর্টস ডেস্ক:

দ্য হান্ড্রেডে অভিষেকটা স্বপ্নের মতো হলো অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনের। নির্ধারিত কোটার ২০ বলের ১৯টিই ডট করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। তার অনবদ্য বোলিংয়ের কারণে ম্যানচেস্টার অরিজিনালসকে বিশাল ব্যবধানে হারিয়েছে ওভাল ইনভিনসিবলস।

বুধবার (৯ আগস্ট) রাতে ম্যানচেস্টার অরিজিনালসকে ৯৪ রানের ব্যবধানে হারিয়েছে ওভাল ইনভিনসিবলস। দুর্দান্ত বোলিং করা স্পেন্সার ম্যাচসেরা না হলেও নিজের আগমনের জানান ভালোভাবেই দিয়েছেন।

ওভালের দুর্দান্ত ব্যাটিং উইকেটে শুরুতে ব্যাট করে ১৮৬ রান করে স্বাগতিক দল। হান্ড্রেডের চলতি মৌসুমে সর্বোচ্চ রান তাড়া করাটা ম্যানচেস্টারের জন্য বেশ কঠিন হবে, এমনটা বিরতির সময়ই বেশ অনুমান করা যাচ্ছিল। তবে সেটাকে পাহাড়সম বানিয়ে ছাড়লেন স্পেন্সার জনসন।

প্রথম দশ বলে কোনো উইকেট না পেলেও আঁটসাঁট বোলিং করেছেন জনসন। ওভালের দুর্দান্ত ব্যাটিং উইকেটে নিজের প্রথম দশ বলে দিয়েছেন মাত্র ১ রান। যেখানে উইকেটে ছিলেন জস বাটলার এবং ফিল সল্টের মতো বিধ্বংসী ব্যাটাররা।

নিজের দ্বিতীয় স্পেলে রীতিমতো আগুন ঝরিয়েছেন জনসন। ৮ বলের ব্যবধানে ফিরিয়েছেন উসামা মীর, টম হার্টলি এবং জশ লিটলকে। দশ বলের এই স্পেলে তিনি রান দেননি একটিও। তাতে ওভালের পুরো গ্যালারি অভিবাদনে ভাসিয়েছেন ২৭ বছর বয়সী এই পেসারকে।

ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সুনাম কুড়াচ্ছেন জনসন। বিগ ব্যাশ, গ্লোবাল টি-টোয়েন্টির পর এবার আলো কাড়লেন দ্য হান্ড্রেডেও। খেলেছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়েও। কয়েকবার জাতীয় দলের বিবেচনায় এলেও এখন পর্যন্ত অজিদের হলুদ জার্সি গায়ে জড়ানো হয়নি উদীয়মান এই তারকার।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন