হোম জাতীয় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার সাজা নিয়ে সুখবর দিলেন আইনমন্ত্রী

জাতীয় ডেস্ক:

সাইবার নিরাপত্তা আইন বাস্তবায়ন হলে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) হওয়া মামলার সাজা বর্তমান আইন অনুযায়ী কমিয়ে আনা হবে। এ বিষয়ে সংবিধানে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁও সংলগ্ন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ রহিতকরণ এবং প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন ২০২৩ উপস্থাপন অবহিতকরণ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘যদি সাইবার সিকিউরিটি আইনে শাস্তির পরিমাণ বাড়ানো হয়, তবুও পুরানো মামলার সাজা বাড়বে না। পুরানো আইনেই তার সাজা হবে। কারণ, অপরাধ যখন করা হয়েছে সেই আইনেই তাকে সাজা দিতে হবে। সংবিধানে এ নিয়ে বাধাও নেই যে, কমানো যাবে না। আমরা তা কমিয়ে আনার জন্যই প্রস্তাবনা দিব।’

সাজার বিষয়ে আইনমন্ত্রী আরও বলেন, সাইবার সিকিউরিটি আইনে আমরা বেশির ভাগ ধারাকে জামিনযোগ্য করে দিয়েছি। শুধু টেকনিক্যাল ১৭, ১৯, ২১, ২৭, ৩০, ৩৩ নম্বর ধারা হলো সাইবার সিকিউরিটিভিত্তিক। তাই এগুলোকে জামিনযোগ্য করা হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইন সচিব গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির, আইসিটি বিভাগের সচিব শামসুল আরেফিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন