হোম খেলাধুলা বিসিবির অধিনায়কের তালিকায় মিরাজসহ তিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক:

নতুন ওয়ানডে অধিনায়ক ইস্যুতে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য দিয়েছেন সংক্ষিপ্ত তালিকা। যেখানে সাকিব আল হাসান ও লিটন দাসের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজও।

মিরপুরে মঙ্গলবার (৮ আগস্ট) বিসিবির জরুরি সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জালাল ইউনুস।

তিনি বলেন, ‘যারা অধিনায়কত্ব করার যোগ্যতায় আছেন তাদের নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এখনো আমরা সে সিদ্ধান্তে আসতে পারিনি। সম্ভাব্য যারা অধিনায়ক তাদের সঙ্গে এখনো আলোচনা হয়নি। আজকে থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আলোচনা করব। আমাদের অধিনায়কের তালিকায় সাকিব আল হাসান, লিটন দাস, ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন।’

সাকিব বর্তমানে অবস্থান করছেন শ্রীলঙ্কায়। সেখানে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) মাতাচ্ছেন গল টাইটান্সের হয়ে। অন্যদিকে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে সদ্য দেশে ফিরেছেন লিটন দাস। বিসিবির কাছাকাছি আছেন কেবল মেহেদী হাসান মিরাজ। তাই হয়তো কিছুটা কালক্ষেপণ হচ্ছে বিসিবির।

তবে জালাল জানিয়েছেন, আগামী ১২ আগস্টের মধ্যেই অধিনায়কের নাম ঘোষণা করবেন তারা। প্রথম দফায় নির্বাচন করা হবে এশিয়া কাপের অধিনায়ক। তারপর ঠিক করা হবে, কে দেবেন বিশ্বকাপে নেতৃত্ব।

জালাল বলেন, ‘১২ তারিখের মধ্যে এশিয়া কাপের অধিনায়ক আমরা ঘোষণা করব। তারপর আমরা বিশ্বকাপের অধিনায়ক নিয়ে চিন্তা করব।’

আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। আর অক্টোবরে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন