রাজনীতি ডেস্ক:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশের চলমান উন্নয়ন থামিয়ে দিতে ষড়যন্ত্র চলছে। এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সোমবার (৭ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলীয় জোট আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
দেশের চলমান উন্নয়নের কথা তুলে ধরে কামরুল ইসলাম বলেন, যখন সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। আমরা যখন ২০৪১ সালে উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছি এবং যখন একটা গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের প্রত্যাশা করছি, তখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। আমাদের উন্নয়ন থামিয়ে দিতে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।
বিদেশিদের হস্তক্ষেপের কথা তুলে ধরে সাবেক এ মন্ত্রী বলেন, বিএনপি যখন দেশে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলা করছে, তখন আন্তর্জাতিক একটি মহল পুলিশকে আহ্বান জানাচ্ছে, তারা যেন শক্তি প্রদর্শন না করে।
বিএনপির অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। বাংলার মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে। এটা সংবিধানের নিয়ম। নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে শেখ হাসিনা তাকে ক্ষমতা বুঝিয়ে দেবে।
১৪ দলকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, ১৪ দলের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা নির্বাচন করব। অপশক্তিকে মাঠে মোকাবিলা করব এবং এ অপশক্তিকে রুখে দিতে আমরা একসঙ্গে কাজ করব।