হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে অপ্রচলিত মৎস্য চাষ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় ছয়দিন ব্যাপী “অপ্রচলিত মৎস্য চাষ চাষ” বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়েছে। এসব চাষীদের কাকড়া, কুচিয়া, শামুক ও ঝিনুক চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের কোর্স সমন্বয়ক ও প্রকল্প পরিচালক (উপসচিব) আবু সায়েদ মোঃ মনজুর আলম (পিএএ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফকিরহাট সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এসব প্রশিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মকর্তা, গনমাধ্যমকর্মী সহ উক্ত প্রশিক্ষনের অংশগ্রহণকারী ৩৫ জন প্রশিক্ষনার্থী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন