হোম অন্যান্যসারাদেশ পিরোজপুরের ৭ হাসপাতালে জেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে ভেন্টিলেটর ও নমুনা সংগ্রহের উপকরণ প্রদান

পিরোজপুরের ৭ হাসপাতালে জেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে ভেন্টিলেটর ও নমুনা সংগ্রহের উপকরণ প্রদান

কর্তৃক
০ মন্তব্য 100 ভিউজ

পিরোজপুর অফিস :

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎস্যা প্রদান এবং নমুনা পরীক্ষার লক্ষে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত তহবিল থেকে জেলা হাসপাতালসহ জেলার ৭টি উপজেলা হাসপাতালে ভেন্টিলেটর ও নমুনা সংগ্রহের উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৪জুন)পিরোজপুর জেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি’র হাতে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন, নাসির উদ্দিন হাওলাদারসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলা হাসপাতালসহ জেলার ৭ উপজেলায় ২টি করে মোট ১৪টি ভেন্টিলেটর, ১ হাজার ৭৫০টি নমুনা সংগ্রহের উপকরণ এবং ৩৫০টি এন-৯৫ মাস্ক প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন