নড়াইল অফিস:
নড়াইলে শিশু সন্তানকে পেটানোর প্রতিবাদ করায় এক সাংস্কৃতিকর্মী এলাকার মাদকসেবীদের হামলার শিকার হয়েছেন। শনিবার ৫ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কোড় গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ হামলায় রক্তাক্ত জখম সন্দীপ বিশ্বাসকে রাতেই নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ও তার স্বজন এ হামলার বিচার দাবী করেছেন।
ভুক্তভোগীর স্বজনরা জানান, কোড়গ্রামের মাদকসেবী হৃদয় ও তার ভাই মুকেশ মাদকের অর্থ যোগাতে সারাদিন এলাকায় নানা কূটকৌশল, ধান্দা, ফন্দিফিকিরের অংশ হিসেবে সন্দীপ বিশ্বাসের ৯ বছরের শিশু সন্তান অর্জুনের নিকট থেকে তার ঠাকুমার দেয়া একটি বাটন মুঠোফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে হৃদয় ও মুকেশ অর্জুনকে মারপিট করে। অর্জুন শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটে হৃদয় এ ঘটনা ঘটায়। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এ ঘটনা স্বজনদের জানালে অর্জুনের বাবা সন্দীপ বিশ্বাস গিয়ে তার সন্তানকে মারার প্রতিবাদ করেন। এতে রাগান্বিত হয়ে হৃদয় ও মুকেশ রাতে স্থানীয় মূলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্দীপকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত করে ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান।
