হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার চন্দনপুরে বিএনপি’র উদ্যোগে ক্ষতিগ্রস্থ-অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

কলারোয়ার চন্দনপুরে বিএনপি’র উদ্যোগে ক্ষতিগ্রস্থ-অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 126 ভিউজ

কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় বিএনপি’র উদ্যোগে করোনা ভাইরাস ও ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত গরীব, অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের বিএনপি’র সহযোগীতায় বুধবার(২৪জুন) সকাল ৯টার দিকে চন্দনপুর হাইস্কুল চত্ত্বরে ৩৩০ জন মানুষের মাঝে জনপ্রতি (৫ কেজি চাউল,২ কেজি আলু,ও ১ কেজি ডাল)সহ ত্রাণ সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক সরদার। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন, উপজেলা কৃষক দলের সভাপতি আরশাফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা ছাত্রদল নেতা তাওফিকুর রহমান সঞ্জু, এস এম মোস্তাক, রুহুল আমিন খোকন, তালা উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান, চন্দনপুর ইউনিয়ন বিএনপি’র সহ.সভাপতি কলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হেলাল আনছারী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মগু, বিএনপি নেতা ডাক্তার কবিরুল ইসলাম, ইয়াসিন আলী, আনছারুল হক, মশিউর রহমান, ইমানুর রহমান, যুবদল সাধারণ সম্পাদক শফিউল আজম শফি, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, যুবদল নেতা সাজউদ্দীন খোকা সহ বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া। বক্তারা, নানান সীমাবদ্ধতা আর সংকটের মধ্যেও সামর্থ্য অনুযায়ী অসহায় পরিবারের জন্য ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখে উপস্থিত সকলকে সচেতনতার সাথে স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষা ও পরিবারের সুরক্ষিত নিশ্চিত করে করোনা ভাইরাসমুক্ত থাকার আহবান জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন