স্পোর্টস ডেস্ক:
সাকিব আল হাসান মাঠে নামবেন আর রেকর্ড হবে না এমনটা খুব কমই দেখা যায়। বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন বাংলাদেশ অধিনায়ক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবারের ম্যাচ হয়েছে ১৭ ওভারে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ২০২ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১২৫ রানে থামে আইরিশরা। ৭৭ রানের বড় জয়ে ব্যাট ও বল হাতে অনবদ্য পারফরম্যান্স করা সাকিব আল হাসান ম্যাচসেরা হয়েছেন।
ব্যাটিংয়ে নেমে ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। তবে সেটাকে পূর্ণতা দেন সাকিব। ২৪ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসে ৩টি চার ও দুটি ছয় মেরেছেন অধিনায়ক। বোলিংয়ে তো রীতিমতো আইরিশদের ঘাম ছুটিয়েছেন সাকিব। পাওয়ার প্লের মধ্যেই তিন ওভার করে তুলে নেন আইরিশদের ৫ উইকেট।
পাওয়ার প্লেতেই পাঁচ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের মেরুদণ্ডটা মূলত ভেঙেছেন সাকিবই। আর তাতে বড়সড় রেকর্ডেরও মালিক হয়েছেন তারকা অলরাউন্ডার। এই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন সাকিব। দুর্দান্ত এই রেকর্ড গড়তে সাকিব পেছনে ফেলেছেন টিম সাউদি এবং রশিদ খানের মতো তারকা ক্রিকেটারদের।
সাকিবের এমন পারফরম্যান্সে দারুণ খুশি তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। বুধবার নিজেদের অফিশিয়াল ফেসবুকে তারকা ক্রিকেটারকে নিয়ে বেশ প্রশংসা করেছে কলকাতার দলটি। ফেসবুকে সাকিবের ছবি পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ফাটাফাটি সাকিব দা! বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডারের অসাধারণ অলরাউন্ড শো।
আর মাত্র দুইদিন পর মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট লিগ আইপিএল। টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের দুই তারকা সাকিব এবং লিটন। দুজনেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলছেন দুর্দান্ত। আইপিএলের আগে তাদের এমন দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিতভাবেই অনুপ্রেরণা জোগাবে ফ্র্যাঞ্চাইজিটিকে।
