হোম রাজনীতি জনগণের চাপে ক্ষমতায় থাকতে পারবেন না: আব্বাস

রাজনীতি ডেস্ক:

নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন সমাগত। জনগণের চাপে ক্ষমতায় টিকে থাকতে পারবে না জেনেই আওয়ামী লীগ পাগলা ককুরের মতো ঝাঁপিয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া আদালতের রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এসব কথা বলেন তিনি।

আব্বাস বলেন, বিএনপি নেতারা যাতে নির্বাচন করতে না পারে তারই অপচেষ্টা করছে সরকার। কিন্তু আমরা আন্দোলনের মাধ্যমেই এ অপচেষ্টা প্রতিরোধ করব, এটি শুধু সময়ের ব্যাপার।

বিএনপির এ নেতা জানান, জুমার নামাজ পড়তে গিয়ে তিনি শুনেছেন, ইমাম সাহেব বাড়ি বাড়ি সিসি ক্যামেরা লাগাতে বললেন। সেটার কানেকশন পুলিশের লাইনে যুক্ত করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন