রাজনীতি ডেস্ক:
ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বুধবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এ বৈঠক হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কূটনীতিকরা জানতে চেয়েছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ঘটনাগুলো কী হচ্ছে। ২৮ জুলাই সমাবেশের পর ২৯ জুলাই বিএনপির কর্মসূচিতে সরকারি দল যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সে বিষয়গুলো অবহিত করা হয়েছে কূটনীতিকদের।
এ ছাড়া বিএনপির কর্মসূচিতে আনসার, পুলিশ, র্যাব, সরকারি সন্ত্রাসীরা যৌথ ক্যাম্পেইনের মাধ্যমে যে হামলা চালিয়েছে, তাদের এ বিষয়ে জানানো হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, বিদেশিরা জানতে চায় নির্বাচনের সময় কী হতে যাচ্ছে, কী হবে। সরকার ভোট চুরির প্রকল্প বাস্তবায়নের জন্য জনগণকে ভয় দেখিয়ে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। সে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে।
তিনি বলেন, ভয়ভীতির মাধ্যমে প্রহসনের নির্বাচন করতে চাইছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেই তত্ত্বাবধায়ক ইস্যু সামনে আসছে।
বৈঠকে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আাসাদ, সদস্য এনামুল হক চৌধুরী, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, তাবিথ আউয়াল ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল প্রমুখ অংশ নেন।
বিদেশি কূটনীতিকদের মধ্যে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাগের উপ-কাউন্সিলর, জাপান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর, পাকিস্তান হাইকমিশনের হেড অব চার্জ, জার্মান দূতাবাস, চীন, রাশিয়া, ডেনমার্ক, ইরান দূতাবাসের প্রতিনিধিসহ আরও কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।