কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ঘাতকের গুলিতে স্বপরিবারে নিহত হন। এ দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা আ’ লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা আ”লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ” লীগের সহ- সভাপতি সনৎ কুমার গাইন, সহ-সভাপতি ছইলউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আনারুল কবির লিটু।দপ্তর সম্পাদক শাহিনুর রহমান, ক্রীয়া সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু,কৃষি বিষয়ক সম্পাদক আবু তালেব সরদার,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গাজী জাহাঙ্গীর কবির,শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, সিরুজামান, আবু মুসা সরদার, খান জাহিদুল ইসলাম বাবু, নয়ন কুমার দাস, জিল্লুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল।উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুনাহার জেবু, সাধারণ সম্পাদিকা শিখা রানীসহ উপজেলা ১২টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।