হোম জাতীয় বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় ডেস্ক:

বর্ডার গার্ড বাংলাদেশেল (বিজিবি) দিনাজপুর সেক্টর এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) রায়গঞ্জ সেক্টরের মধ্যে কমান্ডার পর্যায়ের সীমান্ত সমন্বয় সভা ভারতের অভ্যন্তরে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে ভারতের অভ্যন্তরে বিএসএফ হিলি ক্যাম্পের এলাকায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা শুরু হয়।

সীমান্ত সমন্বয় সভায় বিজিবির দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর, পিএসসি, জি এর নেতৃত্বে দিনাজপুর ও রাজশাহী সেক্টরের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ১৬ সদস্যের বাংলাদেশের প্রতিনিধিদল অংশ গ্রহণ করেন। ভারতের পক্ষে বিএসএফ রায়গঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী কুলওয়ান্ত রায় শর্মার নেতৃত্বে ১৭ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল এ সভায় অংশগ্রহণ করে।

সীমান্ত সমন্বয় সভায় দুই দেশের সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। এ সভায় ড্রাগসের ওপর বাংলাদেশের জিরো টলারেন্স পলিসির কথা বিশেষভাবে উল্লেখ করে নিষিদ্ধ ড্রাগস বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধের প্রসঙ্গে বিএসএফকে জোরালোভাবে আহ্বান জানানো হয়। এছাড়াও উভয়পক্ষ সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনাসহ অবৈধ সীমান্ত পারাপার, তারকাঁটার বেড়া কর্তন বন্ধ, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত অপরাধ কমিয়ে আনার ব্যাপারে একযোগে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় দেশের প্রতিনিধি দলের প্রধান একসঙ্গে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন