হোম জাতীয় জামায়াত নেতার মধ্যাহ্নভোজে ডেপুটি স্পিকারসহ ১১ সংসদ সদস্য

জাতীয় ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে জামায়াতের আমিরের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসসহ সংরক্ষিত মহিলা আসনের ১১ সংসদ সদস্য। বিষয়টি জানাজানি হলে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

বুধবার (২৬ জুলাই) দুপুরে ঈশ্বরদী পৌরসভার ইসলামপুরে পৌর জামায়াতের আমির ও আরআরপি গ্রুপের স্বত্বাধিকারী গোলাম আজমের নিজ বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন তারা।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেপুটি স্পিকার শামসুল হক বুধবার সকালে ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে যান। তিনি প্রকল্প এলাকার ইউনিট-১ ও ২ পরিদর্শন করেন।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নেতৃত্বে প্রকল্প পরিদর্শনে যোগ দেন সংসদ সদস্য নূরুজ্জামান বিশ্বাস, শাহিন আক্তার, খালেদা খানম, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, বাসন্তী চাকমা, শামসুন নাহার, নার্গিস রহমান, মনিরা সুলতানা, নাদিরা ইয়াসমিন, রত্মা আহমেদ, সালমা চৌধুরী, সেলিনা ইসলাম ও ডরথি রহমান।

বৃক্ষরোপণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক। ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে জামায়াত নেতা গোলাম আজমের বাসভবনে যান তারা। সেখানে মধ্যাহ্নভোজ শেষ করে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তারা পাবনা সার্কিট হাউসে মহিলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দেয়ার জন্য রওনা দেন।

স্থানীয়রা জানান, স্থানীয় সংসদ সদস্য এ সকল আয়োজন করেন। এ বিষয়ে পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিলো। তবে তিনি ফোন রিসিভ করেননি।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ডেপুটি স্পিকার আমন্ত্রিত ছিলেন বলে আমিও গিয়েছিলাম। তবে এটি রাজনৈতিক কোনো অনুষ্ঠান নয়।

ঈশ্বরদী পৌর যুব লীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব বলেন, ‘সরকার দলীয় এমপিদের আর খাওয়ার জায়গা ছিল না! জামায়াত নেতার বাড়িতে খেতে হলো! বিষয়টি লজ্জাজনক।’

ঈশ্বরদী পৌরসভার জামায়াতের আমির গোলাম আজমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে আরআরপি গ্রুপের পরিচালক ও গোলাম আজমের ভাতিজা রফিকুল আলম বলেন, ‘ডেপুটি স্পিকার শামসুল হক আমার মামা। আমাদের আমন্ত্রণে তিনিসহ এমপি মহোদয়রা আমাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এসেছিলেন। তারা দুপুরে খাওয়া শেষে বিশ্রাম নিয়ে চলে গেছেন।

এ প্রসঙ্গে জানতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হকের মুঠোফোনে কল দেয়া হলে তিনি ধরেননি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন