এম এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধিঃ
আশাশুনিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর সভাপতিত্বে আলোচনা সভায় সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি স ম সেলিম রেজা মিলন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু দপ্তর সম্পাদক জগদিস চন্দ্র সানা সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তবিবুর রহমান তৈবার আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ যুবলীগ নেতা সাংবাদিক এম এম সাহেব আলী বি এম আলাউদ্দিন, আহসান উল্লাহ বাবলু বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল প্রয়াত নেতৃবৃন্দ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং মহামারী করোনাভাইরাস থেকে জাতিকে মুক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ তানভীর রহমান। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট