নড়াইল অফিস:
নড়াইলে অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য সম্মেলন। সদর থানার বিছালী ইউনিয়নের প্রত্যন্ত বিছালী গ্রামের ঘ রা মি ঘ র নামক সাহিত্য সাংস্কৃতি চর্চা কেন্দ্রে গতকাল ২৬ জুলাই দিনব্যাপী এই সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আশফাকুল হক চৌধুরী।
নজরুল গবেষক এইচ এম সিরাজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, কবি সৈয়দ খাইরুল ইসলাম সহ নড়াইল যশোরের কবি সাহিত্যিক সহ সুধিজনেরা।
বক্তারা এ সময় বলেন সাহিত্য চর্চা মানুষকে উদার ও মানবিক হতে শিখায়। আর এই চর্চার মাধ্যমে তৃণমূলে প্রসারিত হবে শিক্ষার আলো আর তা ছড়িয়ে পড়বে প্রান্ত থেকে কেন্দ্রে। নড়াইল সহ আশপাশের কবি সাহিত্যিকেরা অংশ নেন এই মিলন মেলায়। পরিবেশিত হয় বিভিন্ন আয়োজন আর আড্ডা।
