হোম রাজনীতি বাংলাদেশ তাবেদার রাষ্ট্র না, স্বাধীন ও সার্বভৌম: কামরুল ইসলাম

রাজনীতি ডেস্ক:

নির্বাচনের আগমুহূর্তে জাতি কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম।

বুধবার (২৬ জুলাই) কেরানীগঞ্জে মডেল থানা আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, জাতি একটি কঠিন সময় পার করছে। বাংলাদেশে কি হলো না হলো, এ নিয়ে এখন বিদেশিরাও নাক গলাচ্ছে। হিরো আলমের জন্যও তারা বিবৃত দিচ্ছে। তবে বাংলাদেশ তাবেদার রাষ্ট্র না, স্বাধীন সার্বভৌম দেশ।

কামরুল ইসলাম অভিযোগ করেন, এ ধরনের পরিস্থিতি তৈরির পেছনে বিএনপি-জামায়াত রয়েছে। তিনি বরেন, ‘বিদেশিদের কাছে তদবির করে দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে বিএনপি-জামায়াত। দেশটাকে তারা ধ্বংসের চেষ্টা করছে। আগামীকাল দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মাটিতে আর হবে না।

তিনি বলেন, ‘এটা কোনো তাবেদার রাষ্ট্র না, স্বাধীন সার্বভৌম দেশ। বিএনপি-জামায়াত অপশক্তি আর তাদের বিদেশি বন্ধুরা দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য হুমকি সৃষ্টি করছে।

শোকের মাস আগস্টকে ঘিরে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতিতে ঠেলে দিতে চাইছে উল্লেখ করে তিনি বলেন, অস্থিতিশীলতার বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

এ সময় হিরো আলমের ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তিনি বলেন, হিরো আলমের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। সরকার এর বিচার করবে।

শেখ হাসিনা কেন পদত্যাগ করবেন, প্রশ্ন তুলে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে। প্রধানমন্ত্রী নির্বাচনে যে জয়ী হবে, তার কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির নামে সন্ত্রাসের পথে হাঁটছে। বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে।

তিনি বলেন, সড়কে আমরাও থাকবো, শান্তি সমাবেশ করবো। আমরা কারও পায়ে পা দিয়ে ঝগড়া করবো না। আমরা জনগণের পাশে থাকবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন