হোম অন্যান্যসারাদেশ তালায় আরও একজনের করোনা সনাক্ত মোট আক্রান্ত -১৫

তালায় আরও একজনের করোনা সনাক্ত মোট আক্রান্ত -১৫

কর্তৃক
০ মন্তব্য 89 ভিউজ

কিশোর কুমার  :

তালা উপজেলায় আরও একজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সকালে তালা উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ডাঃ রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত ঐ ব্যাক্তি উপজেলার পুটিয়াখালী গ্রামের হাকিম মোড়লের পুত্র আশরাফুল মোড়ল(২৬)।এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৫। সুস্থ হয়েছে তিন জন তবে এখন পর্যান্ত করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। স্থানীয়রা জানায়, গত ৯শ জুন আরাফুল গায়ে সর্দি কাশি জ্বর নিয়ে পাটকেলঘাটার এক পল্লী চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে থাকে। পরিবর্তীতে তার অবস্তার কোন উন্নতি না হলে ১৪জুন সাতক্ষীরা মেডিকেল কলেজে গিয়ে কোভিট-১৯ এর নমুনা পরীক্ষা করায়। আজ সকালে তার রেজাল্ট পজেটিভ আসলে পুলিশ তার বাড়ি লকডাউন করে দেয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান,আজ সকালে তালা স্বাস্থ্য বিভাগ থেকে এতথ্য দেওয়ার পর ঐ বাড়ি সহ ১০ বাড়ি লকডাউন করা হয়। এসময় সকলকে সর্তক থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন