কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় বিএনপি’র উদ্যোগে করোনা ভাইরাস ও ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত গরীব, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জয়নগর বিএনপি’র সহযোগীতায় মঙ্গলবার (২৩জুন) সকাল ৯টার দিকে জয়নগর গার্লস হাইস্কুলের চত্ত্বরে ৪৫০ ক্ষতিগ্রস্থ –অসহায় পরিবারের মাঝে প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেটে (৫ কেজি চাল, আলু ২ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি ও ১ লিটার তেল) বিতরণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচউদ্দীন, কৃষকদলের সভাপতি আশরাফ হোসেন, যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপি’র সিনিয়র সহ.সভাপতি আখলাকুর রহমান শেলী, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি দফাদার, আব্দুর রউফ বাচ্চু, ইউনুস আলী, রফিকুল ইসলাম সরদার, বজলুর রহমান, শামিম হোসেন, সাবেক ইউপি মেম্বর আব্দুল লতিফ, সেলিম হোসেন, রফিকুল ইসলাম মোড়ল, যুবনেতা সিদ্দিকুর রহমান, সোহাগ হোসেন, ইকবাল হোসেন, বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রদল নেতা জাকির হোসেন।