হোম জাতীয় নারীবিদ্বেষী সাবেক মাদ্রাসাছাত্রের হামলায় বৃদ্ধা নিহত, আহত ৬

জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘরে শিহাব (২৮) নামে নারীবিদ্বেষী যুবকের হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। এ ঘটনায় শিহাবকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরজুদা বেগম (৭৫) ভাদুঘর গ্রামের মৃত আলী আকবরের স্ত্রী।

আহত ব্যক্তিরা হলেন: রাবেয়া (৫০), খালেদা (৪৪), সাজু বেগম (৫০), মুখলেছ (৪৫), নয়ন মনি (১৪), পপি (৩৫) ও অপর আহতের নাম জানা যায়নি। তারা সবাই ভাদুঘর এলাকার বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, শিহাবের বাবার নাম জামাল মিয়া। শিহাব ভাদুঘর এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। কয়েক বছর আগে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় ৷ এরপর থেকে তিনি নারীদের দেখলে বা তাদের নাম শুনলে উত্তেজিত হয়ে আক্রমণ করতে যান। সম্পূর্ণ নারীবিদ্বেষী তার মনোভাব।

গত বছরও স্থানীয় কয়েকজন নারীকে কুপিয়ে আহত করেন শিহাব। মানসিক ভারসাম্যহীন অবস্থায় বুধবার দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় বৃদ্ধাসহ কয়েকজন নারীকে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন। আহত সবাইকে গুরুতর আহতাবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে আরজুদা বেগম পথে মারা যান।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন