হোম এক্সক্লুসিভ মোংলায় বীর মুক্তিযোদ্ধার বসতঘর গুড়িয়ে দেয়াসহ পরিবারকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিষ খেয়ে আত্মহননের হুমকি দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলায় স্বপরিবারে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক ভূমিহীন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আয়োজিত মানববন্ধনে এ হুমকি দেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর ইসলাম মুন্সী। বিষ খেয়ে আত্মহননের প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মুক্তিযোদ্ধা পরিবার।

এ মানববন্ধনে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা পরিবার ও অপর মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, ভূমিহীন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম মুন্সী অনুমতি নিয়ে বিগত কয়েক বছর ধরে স্বপরিবারে মোংলা বন্দর কর্তৃপক্ষের পতিত জমিতে বসবাস ও কৃষির চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু গত ৪জুলাই হঠাৎ করে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মীসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তার বসত ঘর গুড়িয়ে দেন এবং পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালান। ওই সময় পরিবারের সদস্যদের মারধর, হেনেস্তাসহ বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম মুন্সীর ছেলে ও জামাতাকে নিযার্তনসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একমাসের কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠান বন্দর কর্তৃপক্ষের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনার পর থেকে মুক্তিযোদ্ধা পরিবারটি রোদ-বৃষ্টিতে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছেন।

মানববন্ধনে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম মুন্সী, তার স্ত্রী রহিমা খাতুন, মুক্তিযোদ্ধা রমেশ হালদার ও বিপুল সরকার বক্তব্য রাখেন। বক্তারা অমানবিক এ ঘটনার তীব্র নিন্দাসহ ন্যায় বিচারের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন