হোম বিনোদন সেন্সর বোর্ড বাদ দিয়ে ফিল্ম সার্টিফিকেশন করা উচিৎ: মোরশেদুল ইসলাম

বিনোদন ডেস্ক:

সেন্সর বোর্ড বাদ দিয়ে ফিল্ম সার্টিফিকেশন করা উচিৎ বলে মনে করেন নির্মাতা মোরশেদুল ইসলাম।

সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ‘সিনেমার ক্ষেত্রে ডিরেক্টরর্স গিল্ডের কাজ নেই।’

ফিল্ম সেন্সর বোর্ডকে বিলুপ্ত করে দিয়ে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড চালু করা উচিত। তখন হয়ত ফিল্মগুলোকে সার্টিফাই করা যাবে।

এ নির্মাতা আরো বলেন, প্রতিটি ছবিতে ‘ইউ’ অর্থ্যাৎ ইউনিভারসেল, সবাই দেখতে পারবে। ‘এ’ অর্থ্যাৎ শুধুমাত্র বড়রা দেখতে পারবে। ১৮ বছরের বেশি যাদের বয়স।

এ বিষয়টি যদি ফলো করা হয় তাহলে আমাদের সিনেমা নিয়ে যে সমালোচনা সৃষ্টি হয়েছে সেগুলো আর থাকবে না।

যুগের সঙ্গে সঙ্গে সবাই নতুন কিছুই দেখতে চাবে, এইটাই স্বাভাবিক। তবে পরিবারের সঙ্গে দেখতে গিয়ে যেন আমাদের বিব্রত হতে না হয়। সেদিকে খেয়ার আমাদেরই রাখতে হবে।

মোরশেদুল ইসলাম আরও বলেন, ‘ডিরেক্টর গিল্ডকে আরো বেশি কার্যকর করতে হলে অবশ্যই খেয়াল রাখতে হবে যারা ডিরেক্টর গিল্ডের সদস্য না তারা যেন নাটক বানিয়ে টেলিভিশনে প্রচার করতে না পারে। এই বিষয়টি নিশ্চিত করতে হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন