হোম খেলাধুলা ১৪ হাজার রানের ক্লাবে সাকিব

স্পোর্টস ডেস্ক:

আরও একটি মাইলফলকে পা রাখলেন সাকিব আল হাসান। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে টাইগার অলরাউন্ডার প্রবেশ করেছেন ১৪ হাজার রানের ক্লাবে।

মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩৯ রানের ইনিংস খেলার পথে তিনি এ কীর্তি গড়েন।

এ দিন মাঠে নামার আগে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে তার প্রয়োজন ছিল মাত্র ২৯ রান। তিন সংস্করণ মিলিয়ে তার রান ছিল ১৩৯৭১ রান। এর মধ্যে ৬৬ টেস্টের ১২১ ইনিংসে করেছেন ৪৪৫৪ রান। ২৩৪ ওয়ানডেতে ২২১ ইনিংস ব্যাট হাতে করেছেন ৭১৭২ রান। মঙ্গলবার ৩৯ রান নিয়ে ২২২ ইনিংসে তার রান এখন ৭২১১ রান। টি-টোয়েন্টিতে ১১৪ ইনিংসে করেছেন ২৩৪৫ রান।

বাংলাদেশিদের মধ্যে সবার আগে অবশ্য ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছিলেন তামিম ইকবাল। তার পরে আছেন মুশফিকুর রহিম। সাকিব তৃতীয় বাংলাদেশি হিসেবে এ ক্লাবে প্রবেশ করেছেন।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে মাত্র ১৩ দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। তাতে আরেকটি মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এ নিয়ে ৩০৬ উইকেট শিকার করে এদিন তিনি ছুঁয়ে ফেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টরিকে।

এতদিন ওয়ানডে ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক ভেট্টরিই ছিলেন। এখন তার সঙ্গী হলেন সাকিব। এই মাইলফলক স্পর্শ করতে সাকিবকে খেলতে হয়েছে ২৩৫টি ম্যাচ। যেখানে ভেট্টরি সমান সংখ্যক উইকেট পেতে খেলেছেন ২৯৫টি ওয়ানডে। ভেট্টরির চেয়ে ৬০ ম্যাচ কম খেলেই সমান উইকেট পেলেন সাকিব।

বাঁহাতি স্পিনারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেটের মালিক লঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া। ৪৪৫ ম্যাচে ৩২৩ ওয়ানডে উইকেটের মালিক জয়াসুরিয়া। আর মাত্র ১৮ উইকেট পেলেই জয়াসুরিয়ার পাশে বসবেন সাকিব। নিঃসন্দেহে জয়াসুরিয়ার চেয়ে অনেক কম ম্যাচেই এই রেকর্ড স্পর্শ করতে পারবেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন