হোম জাতীয় সুপ্রিম কোর্টে ইইউ প্রতিনিধি দলের পথ আটকালেন বিএনপিপন্থি আইনজীবীরা

জাতীয় ডেস্ক:

সুপ্রিম কোর্টে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের পথ আটকে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। পরে পুলিশি নিরাপত্তায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করেন তারা।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক চলছিল ইইউ প্রতিনিধি দলের। বৈঠক চলাকালেই বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

প্রায় একঘণ্টা ধরে চলা বৈঠক শেষে বের হওয়ার সময় ইইউ প্রতিনিধি দলের পথ আটকে দাঁড়ান বিএনপিপন্থি আইনজীবীরা। পরে বের হতে না পেরে কিছু সময় দাঁড়িয়ে থাকে ইইউ প্রতিনিধি দল।

একসময় পুলিশি নিরাপত্তা বের হয়ে গাড়িতে ওঠেন চার সদস্যের প্রতিনিধি দল। সে সময় গাড়ির সামনে দাঁড়িয়ে তত্ত্বাবধায়কের দাবিতে স্লোগান দিতে থাকেন বিএনপিপন্থি আইনজীবীরা। একপর্যায়ে গাড়ির সামনে থেকে আইনজীবীরা সরে গেলে সুপ্রিম কোর্ট ত্যাগ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধ দল।

এ বিষয়ে বিএনপিপন্থি আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা প্রতিনিধি দলকে দেখালাম যে, দেশের জনগণ কী চায়, দেশবাসী কী চায়, আইনজীবীরা কী চায়। তারা এ সরকারকে চায় না আমরা সেটি দেখাতে চেয়েছি।

তবে বিএনপিপন্থি আইনজীবীদের এমন বেপরোয়া আচরণের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অ্যার্টনি জেনারেল।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনী আইনসহ বিভিন্ন আইন সম্পর্কে জানতে চেয়েছেন ইইউ প্রতিনিধি দল। যার সবগুলো উত্তর দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন