জাতীয় ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত এবং দুই ভারতীয় নাগরিক আহত হয়েছেন। রোববার (৯ জুলাই) দুপুরে কানসাট-গোমস্তাপুর সড়কের করিম বাজার এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার মো. মুনসুর আলীর ছেলে জিয়াউর রহমান। আহতরা হলেন, ভারতের মালদা জেলার রাজনগর মডেল মোথাবাড় এলাকার মো. আব্দুল খালেক ও তার স্ত্রী মোসা. সায়েরা বেগম (৪৫)। আহতরা ভারতীয় নাগরিক এবং সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রোববার দুপুর ১টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কের হরিপুর করিম বাজার এলাকায় গোমস্তাপুর থেকে কানসাটগামী অটোরিকশা ও কানসাট থেকে গোমস্তাপুরগামী ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা আরোহী তিন যাত্রী ও চালক আহত হন। স্থানীয়রা আহত ৩ যাত্রীকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুই ভারতীয় নাগরিককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় ট্রাক আটক করা রয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।