জাতীয় ডেস্ক:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদী পারাপারের সময় নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
রোববার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ওই উপজেলার শিংগিমারী ইউনিয়নের ধুবনি গ্রামে তিস্তা নদীর পূর্বপাড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রায় ২০ শ্রমিক এক ডিঙি নৌকায় কাজের উদ্দেশে তিস্তা নদী পার হওয়ার সময় মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অনেকেই সাঁতরিয়ে পাড়ে উঠলেও তিনজন পাড়ে উঠতে পারেনি।নিখোঁজদের খুঁজতে হাতীবান্ধা ফায়ার সার্ভিস অভিযান অব্যাহত রেখেছেন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন— হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ধুবনি গ্রামের ফজলুল হক(৪০), আহিদুল (৩৫), শফিকুল (৪৫)। তাদের বাড়ি দক্ষিণ গড্ডিমারী গ্রামে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে শুনেছি নৌকার তলার একটি অংশ ভেঙে যাওয়ায় ধীরে ধীরে নৌকা ডুবে যায়। এ সময় নিখোঁজ হন ৩ জন।’
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ করছে।