রাজনীতি ডেস্ক:
নেত্রকোনা শহরের ছোটবাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নার ও লাইব্রেরি উদ্বোধন করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা পর্ষদের কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
শুক্রবার (০৭ জুলাই) বিকেলে স্মার্ট কর্নার ও লাইব্রেরি উদ্বোধন করেন তিনি। এর আগে মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কবির বিন আনোয়ার।
মতবিনিময় সভায় কবির বিন আনোয়ার বলেন, একটি ধ্বংস স্তূপের মধ্য থেকে জাতির পিতার নেতৃত্বে দেশকে তুলে আনা হয়েছে। সুন্দরভাবে যখন দেশ পরিচালনা শুরু হলো তখন সেই রাষ্ট্রনায়ককে হত্যা করা হলো। একটি অন্ধকার যুগ এলো। প্রধান আঘাত করলো মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনদের ওপর। স্বাধীনতা বিরোধীরাই বার বার এসব করে যাচ্ছিল বিভিন্নভাবে বিভিন্ন দলে ভিড়ে। দেশকে শিশু বানিয়ে দিয়েছে ওই সব স্বাধীনতা বিরোধীরা। এই শিশু রাষ্ট্রের হাল ধরেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি দিন বদলের ডাক দিয়েছেন। ভঙ্গুর বাংলাদেশকে সোজা করে ডিজিটাল বাংলাদেশে রূপ দিয়েছেন। এরপর আমরা এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি।
তিনি বলেন, এখন প্রধানমন্ত্রী লক্ষ্য স্থির করেছেন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। ধাপে ধাপে আমরা স্মার্টলি কাজ করব। আমাদের নাগরিকরা স্মার্ট হবে। নেতারা স্মার্ট হবে। সরকারের সবকিছু স্মার্ট হবে। আর এ লক্ষ্যে তথ্য প্রযুক্তি টুল হিসেবে কাজ করবে। আওয়ামী লীগ দীর্ঘ ৭০ বছর ধরে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারবাহিকতায় এই স্মার্ট কর্নার।
সভায় জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম খানের (জিপি) সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ও জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন।