হোম ফিচার ভারতের ওটিটিতে বাংলাদেশী সিনেমা ‘হাওয়া’

বিনোদন ডেস্ক:

সারা বিশ্বের দর্শক ভারতের ওটিটি প্লাটফর্মের মাধ্যমে আজ থেকে সুযোগ পাচ্ছে ‘হাওয়া’ সিনেমাটি দেখার। সনি লাইভ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই এখন দেখা যাবে বাংলাদেশের ব্লক বাস্টার এ সিনেমাটি।

সনি লাইভের অফিশিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি ছবি পোস্ট করা হয়। যেখানে উল্লেখ করা হয়েছে ৭ জুলাই (শুক্রবার) থেকে সনি লাইভ অ্যাপে স্ট্রিমিং করলেই দর্শকরা দেখতে পাবে সিনেমাটি।

গত বছরের ২৯ জুলাই বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। বিশ্বব্যাপী বিভিন্ন সিনেমা ফেস্টিভে মুভিটি ঘুরে সর্বশেষ কলকাতায় এ সিনেমাটি প্রদর্শন করা হয়।

২০২২ সালের ১৬ ডিসেম্বর কলকাতায় সিনেমাটি মুক্তি দেয়ার পরই কলকাতার দর্শক প্রেক্ষাগৃহগুলোতে হুমড়ি খেয়ে পড়ে। কলকাতার অনেক দর্শকই এ কারণে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখার সুযোগ পাননি।

বাংলাদেশের অনেক দর্শকই এ সিনেমা হলে গিয়ে দেখেননি। তাই দর্শকদের সে আফসোস ঘোচাতেই আজ থেকে সারা বিশ্বে দেখা যাবে হাওয়া সিনেমাটি। আর দর্শকদের এ সুযোগ করে দিয়েছে ভারতীয় ওটিটি প্লাটফর্ম সনি লাইভ। ইউটিউবে দেখা যাচ্ছে সনি লাইভের জন্য নতুন করে নির্মিত ‘হাওয়া’ সিনেমার ট্রেইলারও।

সাগরের বিশাল জলরাশির ওপরে ভাসমান মাঝি, জেলেদের প্রতিহিংসা, লোভ লালসার রহস্যকে কেন্দ্র করে নির্মিত ‘হাওয়া’ সিনেমাটি। এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাফিজা তুষিসহ আরও অনেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন