হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় ঘের মালিক পিতা-পুত্রকে পিটিয়েছে সংঘবদ্ধ চোরচক্র

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় মৎস্যঘের থেকে মাছ চুরি করতে দেখে ফেলায় নৃপেন্দ্রনাথ মণ্ডল (৪৫) ও তপু মণ্ডল (২৮) নামের দুই পিতা-পুত্রকে পিটিয়ে জখম করেছে সংঘবদ্ধ চোরচক্র। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মারপিটের এ ঘটনাটি ঘটে। আহত নৃপেন্দ্রনাথ মণ্ডল ও তার ছেলে তপু মণ্ডল কুলিয়া ইউনিয়নের টিকেট গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা উভয়েই দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ব্যক্তির মাছের ঘেরে চুরি করে আসছিল একই গ্রামের পুরঞ্জন মণ্ডলের ছেলে ধনঞ্জয় মণ্ডল এবং তার ভাই দেবদাস মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল। বুধবার রাতে নৃপেন্দ্রনাথ মণ্ডলের ঘেরে মাছ চুরি করতে যায় তারা। এসময় নৃপেন্দ্রনাথ মাছ চোর ধনঞ্জয় মণ্ডল এবং আকাশ মণ্ডলকে দেখে ফেলেন। এনিয়ে সকালে টিকেট মাছের সেডে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সকাল ৯টার দিকে বাজার সেরে বাড়ি ফেরার পথে ঘের মালিক নৃপেন্দ্রনাথ মণ্ডল এবং তার ছেলে তপু মণ্ডলের পথরোধ করে লাঠিশোঠা নিয়ে অতর্কিত তাদের ওপর হামলা করে মাছ চোর ধনঞ্জয় মণ্ডল ও আকাশ মণ্ডল সহ তাদের লোকজন। তাদের উপুর্যপুরি পিটুনিতে ঘের মালিক নৃপেন্দ্রনাথ ও তার ছেলে তপু মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এব্যাপারে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। আহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেন তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন