হোম জাতীয় জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছেন ইইউ প্রতিনিধিরা

জাতীয় ডেস্ক:

চলতি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা বাংলাদেশ সফর আসছেন।

বৃহস্পতিবার (০৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পরিবেশ অনুসন্ধানী দলের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করবেন। নির্বাচন কমিশনের আমন্ত্রণে তারা এ সফর করবেন।

এছাড়াও আগামী ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত উজরা জেয়া ও ডোনাল্ড লু বাংলাদেশ সফর করবেন।

জাতীয় নির্বাচনের আর বাকি আছে মাত্র ৬ মাস। দেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রাক সফর। এখনই পরাশক্তিধর দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলের আনাগোনা বাড়ছে ঢাকায়। রাজনৈতিক দলের বক্তব্যও জানান দিচ্ছে কূটনৈতিক সফর প্রভাব রাখবে জাতীয় রাজনীতিতেও।

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করা হবে কিনা, তা যাচাই করতে নির্বাচন কমিশনের আমন্ত্রণে বাংলাদেশ আসছে তারা। চলতি মাসে সম্ভাবনা থাকলেও এখনো তারিখ নির্দিষ্ট হয়নি ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডব্লিউ ফার্নান্দেজের সফরের বিষয়টি।

সাপ্তাহিক ব্রিফিংয়ে রফিকুল আলম বলেন, সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির অনির্ধারিত সাক্ষাৎ হয়েছে। এসময় তারা কুশল বিনিময় করেছেন।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, জাতিসংঘের প্রক্রিয়া অনুসরণ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মালি থেকে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীকে দেশে ফিরিয়ে আনা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন