হোম আন্তর্জাতিক ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের চীন সফর বাতিল করল বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের চীন সফর বাতিল করেছে বেইজিং। সফর বাতিলের পক্ষে এখনো কোনো কারণ দর্শায়নি চীন। আগামী সপ্তাহে বোরেলের চীন সফরের কথা ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে পাঠানো এক ইমেইলে ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র নাবিলা মারশালি বলেছেন, ‘দুঃখজনকভাবে আমাদের জানানো হয়েছে যে, সফরের জন্য নির্ধারিত তারিখে চীনা কর্মকর্তারা অন্য কাজে ব্যস্ত থাকবেন বলে সেদিন বৈঠক সম্ভব হবে না। তাই এখন আমাদের নতুন তারিখ খুঁজতে হবে।’

নাবিলা আরও বলেন, ‘কী কারণে এমনটা ঘটলো চীন নিশ্চয়ই আমাদের জানাবে। তবে আমার অবশ্যই যৌথ প্রচেষ্টায় নতুন একটি বিকল্প তারিখ বের করতে পারব।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ককে উচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং সকল স্তর বিবেচনায় ইউরোপের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।

বোরেলের সফরের সম্ভাব্য তারিখের বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, যত দ্রুত সম্ভব উভয়পক্ষের সন্তোষজনক সময়ে বোরেলকে স্বাগত জানানো হবে।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল যার মাত্র কয়েকদিন আগেই ইউরোপীয় ইউনিয়ন চীনের পরিবর্তে অন্য কোনো দেশ থেকে বিরল মৃত্তিকা ধাতুর ক্রয়ের একটি প্রস্তাব পাশ করেছে। তবে জোটটিও এও বলেছে যে তারা এই সংশ্লিষ্ট খাতে চীনের সঙ্গে বিদ্যমান সম্পর্কেও অবমূল্যায়ন করতে চায় না।

এদিকে চীনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জর্জ টলেডো জানিয়েছেন, বাতিল হওয়া সফরে চীনা কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য, মানবাধিকার এবং ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ইস্যু আলোচিত হওয়ার ছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন