হোম আন্তর্জাতিক পশ্চিম তীরে ইসরাইলি হামলা নিয়ে শঙ্কিত জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি হামলা এবং সামরিক অভিযান নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থা। সংস্থাটি বলেছে, ইসরাইলি বাহিনী যেখানে অভিযান চালাচ্ছে সেখানে ত্রাণ এবং চিকিৎসা সেবা সহায়তা পৌঁছাতে বাঁধা দেয়া হচ্ছে।

সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার মুখপাত্র ভেনেসা হিউগেনিন এক সংবাদ সম্মেলনে ইসরাইলি হামলার বিপরীতে এই শঙ্কা প্রকাশ করেন।

ভেনেসা হিউগেনিন বলেন, ‘অধিকৃত পশ্চিম তীরের জেনিনে যে পরিমাণ বিমান ও স্থল অভিযান চলছে এবং একটি ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে যেভাবে বিমান হামলা হচ্ছে তাতে আমরা শঙ্কিত।’

জেনিনের শরণার্থী শিবিরে খাদ্য এবং চিকিৎসা সহায়তা পৌঁছাতে বাঁধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমায়ার। তিনি বলেছেন, ‘হামলার পরপরই যারা আহতদের সেবায় শরণার্থী শিবিরে প্রবেশ করতে চেয়েছিলেন তাদের বাধা দেওয়া হয়েছে।’

বৈশ্বিক দাতব্য সংগঠন ডক্টর উইদাউট বর্ডারস মঙ্গলবার (৪ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বুলডোজার শরণার্থী শিবির অভিমুখের রাস্তাটি প্রায় ধ্বংস করে ফেলেছে। ফলে সেখানে কোনোভাবেই অ্যাম্বুলেন্স নেয়া যাচ্ছে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিলিস্তিনি প্যারামেডিকদের পায়ে হেঁটে চলতে বাধ্য করা হয়েছে। অথচ তখনো সেখানে বন্দুক এবং ড্রোন হামলা চলছিল।’

উল্লেখ্য, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের দুদিনব্যাপী হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন