ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
খুলনা-ঢাকা মহাসড়কের বাগেহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় পরিবহনের ধাক্কায় ভ্যান চালক ও দুই যাত্রী আহত হয়েছেন।
বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টা দিকে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন ভ্যানচালক সুলতান শেখ (৩৫), ভ্যানযাত্রী রুহুল আমীন মোড়ল (২৮) ও আনছার আলী (৬০)। এরা সকলে যাত্রাপুরের কার্তিকদিয়া গ্রামের বাসিন্দা। এদের মধ্যে ভ্যানযাত্রী রুহুল আমীন মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, যাত্রীবাহী ভ্যানটি কার্তিকদিয়া থেকে ফলতিতা যাচ্ছিল। এমন সময় পিছন দিক দিয়ে দ্রুতগতিতে আসা একটি পরিবহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ দূর্ঘটনায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যানটি উদ্ধার করা হয়েছে। তবে অজ্ঞাত পরিবহন পালিয়ে গেছে।