হোম এক্সক্লুসিভ বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়ে মুখ খুললেন অজি কোচ

খেলাধূলা ডেস্ক:

অ্যাশেজে জনি বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের পর এ নিয়ে এবার মুখ খুললেন অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। বেয়ারস্টোর আউট নিয়ে বিতর্কের কিছুই দেখছেন না তিনি। অ্যাশেজের তৃতীয় টেস্ট আরো অনেক চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অজি কোচ।

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অনেকটাই অদ্ভুতভাবে আউট হয়েছিলেন জনি বেয়ারস্টো। যে আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে পুরো ক্রিকেট বিশ্বে। পঞ্চম দিনের ৫২তম ওভারের ক্যামেরুন গ্রিনের করা শেষ বলটা ছিল শর্ট ডেলিভারি। সেই বলটা ছেড়ে দেন বেয়ারস্টো। এরপর ব্যাটিং লাইনের মধ্যে থেকে পা দিয়ে দাগ কেটে বোলাররের দিকে এগোতে থাকেন তিনি। হয়তো ওভারের শেষ বল হওয়ায় এমনটি করেছিলেন বেয়ারস্টো।

তবে সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন অস্ট্রেলিয়ার উকেটকিপার অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টো যখন ক্রিজের সামনে এগিয়ে যান তখনই বল ছুঁড়ে স্টাম্প ভাঙ্গেন ক্যারি। আইন অনুযায়ী বল ডেড না হওয়ায়, অস্ট্রেলিয়ার আবেদনে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে সাজঘরে ফিরে যান বেয়ারস্টো। এরপর অনেক বিতর্কের তৈরি হয় তার উইকেট নিয়ে।

তবে বেয়ারস্টোর এই উইকেট নিয়ে বিতর্কের তেমন কিছুই দেখছেন না অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। প্যাট কামিন্সের মতই একই সুর ধরলেন অজি কোচ। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘যখন কোনো খেলোয়াড় ক্রিজ ছেড়ে বের হবে, তখন আপনি সেই সুযোগটি নিবেন তাতে কোনো সন্দেহ নেই। জনি বেয়ারস্টো ক্রিজ ছেড়ে বের হয়েছিলেন এবং বল ডেড না হওয়ায় অ্যালেক্স ক্যারি সেই সুযোগটা কাজে লাগিয়েছেন। তাতেই বিতর্ক তৈরি হয়েছে। এটি খেলার নিয়মের মধ্যে রয়েছে বলেই সিদ্ধান্তটা থার্ড আম্পায়ারের পক্ষ থেকে এসেছে। সত্যি বলতে এ বিষয়ে আমি তেমন কিছুই দেখছি না।’

প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় অ্যাশেজে অস্ট্রেলিয়ার অবস্থান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ম্যাকডোনাল্ড। পরবর্তী টেস্ট ম্যাচ আরো চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি।

অস্ট্রেলিয়ার কোচ বলেন, ‘আমাদের দল ভালো অবস্থানে আছে। তবে যেহেতু পাঁচ ম্যাচের সিরিজ, তাই এ বিষয়ে আমরা বাস্তববাদী। আমাদের একটি সংক্ষিপ্ত পরিবর্তন রয়েছে। আমরা রাতে ছোট করে উৎযাপন করব। আমাদের ফোকাস এখন হেডিংলিতে, যা আরেকটি চ্যালেঞ্জ হতে চলছে।’

আগামী ৬ জুলাই হেডিংলিতে অনুষ্ঠিত হবে অ্যাশেজের তৃতীয় ম্যাচ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন