বাণিজ্য ডেস্ক:
বাজারের ওপর সব সময় কারও নিয়ন্ত্রণ থাকে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা ওঠানামা করে। কাঁচা মরিচের দাম যে বেড়েছে, তা আমরা অস্বীকার করিনি।
রোববার (২ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
প্রতিটা নিত্যপণ্যের দাম কয়েক গুণ বেড়েছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন, ‘সবই নিয়ন্ত্রণে আসবে। বাংলাদেশের বাজারে আপনাকে ফিক্সড করে দেয়া নাই যে ছয়টার বেশি ডিম কিনতে পারবেন না, তিনটার বেশি টমেটো কিনতে পারবেন না, যেটা উন্নত দেশগুলোতে হচ্ছে।’
উন্নত দেশগুলো নিয়ন্ত্রণে আনতে পেরেছে আপনারা আনতে পারেননি, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সবই নিয়ন্ত্রণে আসবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের তেলের দাম ১০ টাকা কমেছে, পেঁয়াজের দাম কমেছে। আমাদের কমেনি কে বলল। কোনোটা উঠেছে কোনোটা বাড়ছে, ঠিক হয়ে যাবে।
এসময় মন্ত্রী কিছুটা ক্ষিপ্ত হয়ে বলেন, ‘শোনেন, বাইরে থেকে অনেক সুন্দর সুন্দর কথা বলা যায়। ক্ষমতার মঞ্চে যখন বসবেন, তখন কত ধানে কত চাল তখন এটা বুঝবেন। এদেশের মানুষকে আমরা কষ্টে থাকতে দেব না এটা আমাদের প্রতিজ্ঞা।’
খাদ্য পরিস্থিতি নিয়ে সরকার ভুল তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজেদের দলের প্রধান নেতার মুক্তির ব্যাপারে দর্শনীয় একটি মিছিলও করতে পারেনি, এমন বিরোধী দল তারা। তারা নির্বাচনে যেমন ব্যর্থ, আন্দোলন তো তারা ১০ ডিসেম্বরে দখলই করে ফেলছিল প্রায়, খালেদা জিয়ার হাতে ১১ তারিখ থেকে দেশ থাকবে, তারেক জিয়া বীরের বেশে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে, এসব অনেক লাগাম ছাড়া কথা তারা অনেকবার বলেছেন।
‘এটিই হলো বাস্তবতা, বাংলাদেশে এমন একটি সরকার এখন ক্ষমতায়, যে সরকার সত্যকে লুকোচ্ছে না। আমরা সত্যকে লুকিয়ে কোনো ফায়দা তুলতে চাচ্ছি না। আর বাংলাদেশে অভাবে, কষ্টে একটি মানুষও কি মরেছে?’ প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।
নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু সরকারের বাঁধন কষনের ওপর নির্ভর করে, এমনটা মনে করার কোনো কারণ নেই। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু মানুষের গরু কেনার সাধ্য তো আরও বেড়ে গেছে। কাজেই বাজারের ওঠানামাটা ভিন্ন জিনিস।
‘খাদ্যে এখনও আমরা ভালো আছি। আমোদের কোনো খাদ্য সংকট এ মুহূর্তে নেই। অপেক্ষা করুন কিছু বিষয় আছে, ওঠানামার মধ্যেই একসময় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরে আসবে সেটা আমরা মনে করি।’