অনলাইন ডেস্ক:
এলজিডিকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে রাস্তা সংস্কার কাজ বন্ধ রেখে জনগণকে ভোগান্তি দিয়ে পার পেয়ে যাচ্ছে রাকা এন্টারপ্রাইজের প্রোভাইটার তপন চক্রবর্তী। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের অভিযোগ করলেও কোন সদুত্তর মেলেনি এমন অভিযোগ জনসাধারণের।
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে দলুয়ার জনবহুল সড়কটি সংস্কারের অভাবে মানুষের মরণ ফাঁদ হয়ে উঠেছে বিপাকে পড়েছে পথচারী ।০৩ জুলাই সোমবার সকালে সরজমিন গেলে রাস্তার দৃশ্য চোখে পড়ার মত।উল্লেখ প্রায় ২ বছরের অধিক সময় ধরে সংষ্কারে জন্য প্রহর গুনছে তালা পাটকেলঘাটা সহ এলাকার জনসাধারন । অনুসন্ধান এ গিয়ে দেখা যায় ঠিকাদারের গাফিলতির কারনে সড়কটি তে এখন লাল রংগের ধুলো বালি ছোট বড় গর্ত ছাড়া কিছুই মিলছেনা এমনটায় দেখা যায়। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী শিশু সহ রাস্তায় চলাচল রত জনসাধারন। রাস্তায় চলাচলে ধুলো বালুর কারনে বিভিন্ন রোগে ভুগছে যেমন শ্বাসকষ্ট সর্দি এলারর্জী কাশি চোখ সমস্যা সহ নানা জটিল রোগে।এলাকার একাধিক ব্যক্তি বলেন দ্রুত সংস্কার সহ সংশ্লিষ্ট ঠিকাদারের লাইসেন্স বাতিলের দাবী জানান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন তালা উপজেলার এল জিইডি প্রকৌশলী যোগদানের পর থেকে যে সকল রাস্তা তৈরি ও সংস্করণ করা হয়েছে তার কাজ ঠিক সময় মত হয়নী। তা ছাড়া কাজের মানও ভালো না, তিনি কি ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে হাত মিলিয়ে কাজ করেন এমন প্রশ্ন সাধারন জনমতের মধ্যে চায়ের দোকানে গুঞ্জন চলছে। খলিশাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুবির দাশ ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ সরদার ক্ষোপ প্রকাশ করে বলেন দীর্ঘদিন পড়ে থাকার পর ঠিকাদার প্রতিষ্ঠান পাটকেলঘাটা – দলুয়া জামতলা হইতে ইসলামকাটি পর্যন্ত ৮০০ মিটার রাস্তার কার্পেটিং এর কাজ করে এক সপ্তাহ পার না হতেই পাথর উঠে বড় বড় গর্তে পরিণত হয়েছে। তিনি আরো বলেন ২দিন আগে দেখলাম নতুন রাস্তার উপর গরম পিচ ও বালু দিয়ে ডেকে দিচ্ছে। এর জন্য দায়ীকে ঠিকাদার প্রতিষ্ঠান নাকি তালা এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রসাশনের উদ্ধতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি অন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন। খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে জাকিরের মোড় পর্যন্ত রাস্তার কার্পেটিং হয়েছে। এক সপ্তাহ মধ্যে রাস্তার পাথর উঠে গিয়েছে। এ বিষয়ে তালা এলজিইডি প্রকৌশলীর কাছে জানতে চাইলে গণমাধ্যম কর্মীকে তিনি বলেন আমিও জানি পরবর্তীতে ওই এলাকায় যখন কাজ করে তখন ঠিক করে দেবে। এখনো পর্যন্ত তার কোনো সমাধান হয়নি।
এদিকে পাটকেলঘাটা দলুয়া রাস্তার ঠিকাদার প্রতিষ্ঠান রাকা এন্টারপ্রাইজের প্রোপাইটার তপন চক্রবর্তী কে এল জি ই ডি পক্ষ থেকে তিন বার শোকেজ করলে ও কর্নপাত করে নি ঐ ঠিকাদার বলে জানান এল জি ই ডি কর্তৃপক্ষ। রাস্তাটি নিয়ে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লা সংসদেও উত্থাপন করেছেন তাতেও কাজ হয়নি। এদিকে ঠিকাদার তপন চক্রবর্তী দ্রুত কাজটির শেষ করার আশ্বাস দিয়েছেন
বিষয়টি নিয়ে তালা উপজেলা এল জি ই ডি প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারের সাথে সোমবার সকাল ১০:৫০ মিনিটে মুঠোফোন যোগাযোগ করে রাস্তার বিষয় জানতে চাইলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে ঠিকাদারের পক্ষে কথা বলেন তার কথা শুনে মনে হল এই কাজের সঙ্গে তিনিও জড়িত তিনি চাননা রাস্তাটির কাজ দ্রুত শেষ হোক। তবে বলেন এ ব্যাপারে ঠিকাদারের সাথে কথা হয়েছে। কাজ বাতিলের জন্য ও ঠিকাদার প্রতিষ্ঠানের রাস্তার কাজের লাইসেন্স বাতিলের জন্য তালা উপজেলা এলজিইডির পক্ষ থেকে জেলা নির্বাহী প্রকৌশলীর বরাবর লিখিত আবেদন করা হয়েছে। এ বিষয়ে মুঠোফোনে দুপুর ২:৫০ মিনিটে সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: সুজায়েত হোসেন তিনি বলেন রাস্তার কাজ বন্ধ থাকায় ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ বাতিলের জন্য ও ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের লাইসেন্স বাতিলের জন্য প্রক্রিয়াধীন আছে বলে জানান । তা ছাড়াও কাজ করবে বলে বাববার প্রতিশ্রুতি দিয়ে আসছে। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে না রাস্তার কাজ বন্ধ আছে বলে জানান ।