খেলাধূলা ডেস্ক:
বিশ্বজুড়ে বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের দাপট। কম সময়ে অধিক অর্থ উপার্জনের সুযোগ থাকায় ক্রিকেটাররাও সহজেই আকৃষ্ট হচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি। তবে ব্যতিক্রম তাসকিন আহমেদ। আইপিএলের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় লিগকে না বলার পর পাকিস্তান সুপার লিগেও খেলার প্রস্তাবও নাকচ করেছেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের প্রতি অবশ্য ক্ষোভ নেই তাসকিনের। দেশের খেলাকে প্রাধান্য দিতেই মূলত এমনটা করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এবার দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলা হবে টাইগার পেসারের। জিম আফ্রো টি-টেন লিগে দল পেয়েছেন তাসকিন।
তাসকিনের আগে জিম্বাবুয়ের লিগটিতে দল পেয়েছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের অভিজ্ঞ এই তারকাকে নিলামের আগেই দলে টেনেছে তার দল জোবার্গ বাফেলোস। তাসকিন অবশ্য নিলাম থেকেই দল পেয়েছেন। তাকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস।
আগামী ২০ থেকে ২৯ জুলাই হবে জিম আফ্রো টি-টেন লিগ। রোববার (২ জুলাই) টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানেই ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে প্রথম রাউন্ডেই দল পান তাসকিন।
পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে হবে জিম আফ্রো টি-টেন লিগ। মুশফিকের জোবার্গ ও তাসকিনের বুলাওয়ে ছাড়া বাকি দলগুলো হলো- হারারে হারিকেনস, ডারবান কালান্দার্স ও কেপ টাউন স্যাম্প আর্মি। আসরের সবগুলো ম্যাচের ভেন্যু জিম্বাবুয়ের হারারেতে।
এখন পর্যন্ত বুলাওয়ে ব্রেভস দলের সাইনিং: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), অ্যাস্টন টার্নার (অস্ট্রেলিয়া), টাইমাল মিলস (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট (অস্ট্রেলিয়া), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), বিয়াও ওয়েবস্টার (অস্ট্রেলিয়া), তাসকিন আহমেদ (বাংলাদেশ)।