হোম আন্তর্জাতিক সফলভাবে হজ সম্পন্ন করায় সৌদিকে অভিনন্দন জানাল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

সফলভাবে ইতিহাসের সবচেয়ে বড় হজ সম্পন্ন করায় সৌদি আরবকে অভিনন্দন জানিয়েছে শ্রীলঙ্কা। রোববার (২ জুলাই) সৌদি কর্তৃপক্ষকে অভিনন্দন জানান সৌদি আরবে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত পাকের মোহিদিন আমজা। খবর আরব নিউজের।

শ্রীলঙ্কা বৌদ্ধ প্রধান দেশ। ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটির মাত্র ১০ শতাংশ মুসলিম। চলতি বছরে দেশটির ৩ হাজার ৫০০ মুসল্লি ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালন করেন। চলতি বছর ১৮ লাখ হাজি হজ পালন করেন।

শ্রীলঙ্কার রাষ্ট্রদূত পাকের মোহিদিন আমজা বলেন, ‘সবচেয়ে বড় হজের আনুষ্ঠানিকতা সফলভাবে শেষ করার জন্য আমি সৌদি নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছি।’ তিনি বলেন, ‘বেশ কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও যেভাবে হজ কর্তৃপক্ষ সবগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেছে তা দৃষ্টান্ত স্থাপন করেছে।’

সৌদি কর্তৃপক্ষের আন্তরিক প্রশংসা করে আমজা বলেন, ‘হজের সময় বাসস্থান নিয়ে শ্রীলঙ্কার ১০০ হাজি সমস্যায় পড়েছিলেন কিন্তু সৌদি কর্তৃপক্ষ তাদের জন্য বিকল্প ব্যবস্থা করেছে।’

জেদ্দায় শ্রীলঙ্কার কনস্যুল জেনারেল ফালাহ আলহাবশি মাওলানাও হজের প্রক্রিয়া দ্রুত শুরু করার বিষয়ে সৌদির প্রশংসা করে বলেন, ‘সৌদি সরকার জানুয়ারিতে এ বছরের হজের প্রক্রিয়া শুরু করেছে।’ তিনি বলেন,একটি সীমিত এলাকায় প্রায় ১৯ লাখ হজযাত্রীকে নিয়ন্ত্রণ করা বিশাল চ্যালেঞ্জ। আমার দৃষ্টিতে সৌদি সরকার পূর্ণ ক্ষমতাকে কাজে লাগিয়ে হজ সফলভাবে শেষ করেছেন। মিনা এবং আরাফাতে থাকার মতো ঝুঁকিপূর্ন আচার-অনুষ্ঠানগুলিও কোনওরকম সমস্য ছাড়াই শেষ হয়েছে।

শ্রীলঙ্কা হজ ট্র্যাভেল অপারেটর অ্যাসোসিয়েশনের প্রধান রিজমি রেয়াল এ বছর হজ পালন করেছেন। তিনি মক্কার গ্র্যান্ড মসজিদের পরিষেবা এবং দেশজুড়ে চিকিৎসা ও জরুরি সুবিধার প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘জামারাত ব্রিজের পরিষেবা খুব ভাল ছিল এবং পুলিশ কর্মকর্তারাও খুব বন্ধুত্বপূর্ণ ছিল।’

রিয়াদ তীর্থযাত্রীদের জন্য অভিবাসন ছাড়পত্র যে গতিতে পরিচালনা করেছিল তারও প্রশংসা করেন তিনি। এছাড়া হজযাত্রার জন্য প্রয়োজনীয় নথি ও পরিবহন পরিষেবা আগামীতে আরও উন্নত হবে বলে আশাব্যক্ত করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন